শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে বিসিক শিল্প নগরীতে ভোক্তা অধিকারের জরিমানা 

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে বিসিক শিল্প নগরীতে ভোক্তা অধিকারের জরিমানা 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়  পরিচালিত তদারকিমূলক অভিযানে সদর উপজেলার বিসিক শিল্প নগরীর একটি খাদ্য উৎপাদনকারী কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করা হয়। 

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বাধীন একটি টিম তদারকিমূলক  অভিযান পরিচালনা  করেন। 

এসময় এফ এ ফুড প্রোডাক্টসকে  নোংরা ও অস্বাস্ত্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, মোড়কে অগ্রীম উৎপাদন তারিখ দেয়ায়  ১৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ভোক্তা অধিকারবিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

এ তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশ ও টাঙ্গাইল সদর স্যানিটারি ইন্সপেক্টর শাহেদা বেগম জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

টিএইচ